ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

রমজানে বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর পদক্ষেপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১৪ মার্চ ২০২০

আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ আটঘাট বেঁধেই এবার মাঠে নামছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অতীতের চেয়ে কয়েকগুণ জোর দিয়ে এবার বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়। নেয়া হবে অপরাধীদের জন্য কঠোর ব্যবস্থা। 

অতীতের তুলনায় এবার রমজানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মূল ভূমিকা পালন করবে। এটি অনেক চ্যালেঞ্জের হলেও যেকোনোভাবেই হোক বাস্তবায়ন করা হবে। 

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবির ৭/৮ জনের একটি টিম বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থেকে এখন প্রতি রোববার বৈঠকে বসবে। যারা সারাবছর চালু থাকবে। এর উদ্দেশ্যে হলো, আমদানি ও উৎপাদন পর্যায়ে মূল্য দেখা, পাইকারি বাজারে কি ঘটছে তা পর্যালোচনা আর খুচরা বাজারে যা ঘটছে তা দেখে কার্যকরি ব্যবস্থা নেয়া। অর্থাৎ, বাজার মনিটরিং করাই এ কমিটির প্রধান লক্ষ্য।’

বাজার নিয়ন্ত্রণে অ্যাপস চালুর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ‘পর্যায়ক্রমে বাজারের মূল্য তালিকাও ডিজিটাল করা হবে। দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষ পিছিয়ে থাকবে, তা তো হতে পারে না। একথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

লোকবল সংকট নিরসনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে ঢাকায় ২৮টি টিম বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। এর সঙ্গে আরও লোকবল নিয়োগে সংসদীয় কমিটি ও আমাদের পক্ষ থেকে ২ হাজার ৩০৫ জনকে নিয়োগের প্রস্তাবনা করা হয়েছে। এর মধ্যে ২০৬ জনকে সুপারিশ করেছে মন্ত্রণালয়। তবে যেভাবে কাজ এগিয়ে চলছে তাতে সরকারও বিষয়টি উপলব্ধি করে লোকবল নিয়োগ দিবে বলে আশা করি।’

এআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি